Print Date & Time : 28 August 2025 Thursday 12:01 pm

বরিশালে ৬ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিনিধি, বরিশাল: বরিশালের বাবুগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মূল্যতালিকা না থাকায় ছয় ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক সুমী রানী মিত্র।

তিনি জানান, বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে উপজেলার দুটি ফার্মেসি, একটি কীটনাশকের দোকান, দুটি মুদি দোকানের মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বাবুগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শেখ মো. জাকির হোসেন এবং ১০ এপিবিএন বরিশালের একটি টিম।