বরিশাল বিশ্ববিদ্যালয়: শহীদ মিনারসহ তিনটি হল উদ্বোধন

শেয়ার বিজ ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয় মাসের প্রথম দিন বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারসহ ও নবনির্মিত তিনটি হল উদ্বোধন করা হয়েছে। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এসএম ইমামুল হক নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে সবাইকে সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। বিশ্ববিদালয়ের প্রকৌশল দফতর ছয় লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে শহীদ মিনারটি নির্মাণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে বরিশাল নবনির্মিত তিনটি হল যথাক্রমে বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল ও শেখ হাসিনা হলের প্রশাসনিক কার্যক্রম উদ্বোধন করেন। খবর বাংলা ট্রিবিউন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসান, ববি’র সিন্ডিকেট সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অনারারি প্রফেসর ড. শফিউর রহমান, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, বরিশালের পুলিশ সুপার মো. আখতারুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাসিনুর রহমান, রেজিস্ট্রার মনিরুল ইসলাম, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ও শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি মো. আবদুল কাইয়ুম, শেরে বাংলা হলের প্রভোস্ট আবদুল্লাহ আল মাসুদ, শেখ হাসিনা হলের প্রভোস্ট দিল আফরোজ খানম তানিয়া, প্রক্টর শফিউল আলম প্রমুখ।