Print Date & Time : 14 September 2025 Sunday 6:22 pm

বরিশাল মহানগর পুলিশ ও বিকাশের সমন্বয় কর্মশালা

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে গতকাল দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করে বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) ও বিকাশ। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএমপির কমিশনার মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের উপদেষ্টা অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) ড. মো. নাজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন, বিকাশের ইভিপি একেএম মনিরুল করিমসহ বিকাশ ও বিএমপির অন্যান্য শীর্ষ কর্মকর্তারা। বিজ্ঞপ্তি