শেয়ার বিজ ডেস্ক: ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে চলতি সপ্তাহে অনাস্থা ভোট অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) সিনিয়র এমপি স্টুয়ার্ট হোইসি। তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট এড়াতে এটাই হতে পারে একমাত্র পন্থা।
এর আগে এসএনপি নেতা নিকোলা স্টারজিওন বলেন, তিনি লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিতে পারেন। তবে লেবার ডেমোক্র্যাটস বলছে, করবিন খুবই বিভক্তি সৃষ্টিকারী, ফলে তাকে নিয়ে বিভক্তি আছে। এদিকে করবিন বলেন, সম্প্রতি বিরোধীদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। মনে হচ্ছে, প্রতিদিনই জরুরি সরকার আসছে।
৩১ অক্টোবরের মধ্যেই ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী বরিস জনসন অঙ্গীকারবদ্ধ। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমপিদের ক্ষোভ স্বাভাবিক ব্যাপার। বরিস এখনও মনে করেন, ব্রিটেন চুক্তি করেই ইইউ ত্যাগ করবে। যদিও এমপিরা পার্লামেন্টে আইন পাস করেছেন, যাতে বলা হয়েছে, ১৯ অক্টোবরের মধ্যে প্রধানমন্ত্রী ব্রেক্সিটের সময় বাড়াতে ইইউর কাছে আবেদন করবেন। কিন্তু বরিস সেই আবেদনে সাড়া দিচ্ছেন না। সময় বাড়ানোর আবেদনকে তিনি ‘সারেন্ডার অ্যাক্ট’ বলে মনে করেন। বরিস মনে করেন, বর্তমান পরিস্থিতি ইইউর বন্ধুদের মধ্যে এ ধারণা দিচ্ছে যে, পার্লামেন্ট ব্রেক্সিটের পথ বন্ধ করে দেবে কিংবা তারা সময় বাড়ানোর আবেদন করতে বরিসকে বাধ্য করবে।
ইউরোপীয় কমিশনের প্রধান জা ক্লদ জাঙ্কার বলেন, ব্রেক্সিট চুক্তিতে উপনীত হতে তিনি এবং তাদের প্রধান মধ্যস্থতাকারী সর্বোচ্চ চেষ্টা করছেন।