বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আন্দোলন বিজ্ঞাপন বন্ধ করল কোকাকোলা

শেয়ার বিজ ডেস্ক : বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আন্দোলনের যে ঢেউ উঠেছে তাতে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক পানীয় কোম্পানি কোকাকোলা। কোনো বিজ্ঞাপনের বিষয়বস্তু বর্ণবাদকে ইন্ধন দিচ্ছে কি নাÑসে বিষয়ে খতিয়ে দেখতে ৩০ দিনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞাপন বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি।

এখনও নির্দিষ্ট কোনো অভিযোগ ওঠেনি। তবে যেভাবে আন্দোলন গতি পাচ্ছে তাতে কোকাকোলা স্বতঃপ্রণোদিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে, বিজ্ঞাপনে বর্ণবিদ্বেষের কোনো জায়গা নেই। এ সময়ের মধ্যে তারা বিশ্লেষণ করবে, তাদের কোনো বিজ্ঞাপনী বিষয়বস্তু বর্ণবাদে ইন্ধন দিচ্ছে কিনা।

কোকাকোলার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস কুইয়েন্সি বলেছেন, ‘এ ব্যাপারে  কোকাকোলা স্বচ্ছ থাকতে চায়। যে কোনো ধরনের বিদ্বেষের বিরুদ্ধে কোকাকোলা। আমাদের বিজ্ঞাপন পর্যালোচনা করার জন্যই আমরা ৩০ দিন সামাজিক যোগাযোগমাধ্যমে তা বন্ধ রাখব।’ বিশ্বজুড়ে যে প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপনের দাপট দেখা যায় তার মধ্যে অন্যতম কোকাকোলা। সেদিক থেকে এ সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে।

এরই মধ্যে ইউনিলিভার সিদ্ধান্ত নিয়েছে লিপটন টি এবং বেন অ্যান্ড জেরি আইসক্রিমেরে বিজ্ঞাপন ফেসবুক থেকে প্র্যাহার করে নেবে। গত শুক্রবার ফেসবুক কর্তৃপক্ষও সিদ্ধান্ত নিয়েছে, বড় অংশের বিজ্ঞাপন বন্ধ করা হবে। অর্থাৎ বড় অংশের বিজ্ঞাপনের কোথাও না কোথাও কোনো না কোনোভাবে যে বর্ণবাদের ছোঁয়া রয়েছে তা কার্যত মেনে নেওয়া হয়েছে। এরই মধ্যে ফেয়ার অ্যান্ড লাভলি তার নামের থেকে ফেয়ার শব্দটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর মার্কিন মুলুকে শুরু হওয়া নাগরিক আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা বিশ্বজুড়ে। রূপ বদলে সেই আন্দোলন স্থান নেয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার এ প্ল্যাটফর্মে ডিজিটাল প্রতিবাদে একের পর এক প্রতিষ্ঠান হয় বিজ্ঞাপন তুলে নিচ্ছে অথবা পর্যালোচনা করার সিদ্ধান্ত নিচ্ছে, বদল হচ্ছে ব্র্যান্ডের নামও।