Print Date & Time : 31 August 2025 Sunday 12:51 am

বর্ষসেরা ক্রীড়াবিদ মিরাজ

ক্রীড়া ডেস্ক: ক্রীড়া সাংবাদিকদের অন্যতম সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আজ শুক্রবার রাজধানীর এক হোটেলে ২০২১ সালের সেরাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

১৬ বিভাগে ১৯ জন ক্রীড়াবিদ ও সংগঠক পুরস্কার পেয়েছেন।

যাঁরা পেয়েছেন পুরস্কার :

বর্ষসেরা ক্রীড়াবিদ : মেহেদী হাসান মিরাজ (ক্রিকেট)

পপুলার চয়েজ অ্যাওয়ার্ড : তপু বর্মন (ফুটবল)

বর্ষসেরা ক্রিকেটার ২০২১ : মেহেদী হাসান মিরাজ

বর্ষসেরা ফুটবলার ২০২১ : তপু বর্মন

বর্ষসেরা হকি খেলোয়াড় ২০২১ : সোহানুর রহমান সবুজ

বর্ষসেরা আর্চার ২০২১ : দিয়া সিদ্দিকী

বর্ষসেরা বডি বিল্ডার : মাকসুদা আক্তার মৌ

বর্ষসেরা কোচ : অস্কার ব্রুজন (বসুন্ধরা কিংস)

বর্ষসেরা সাইক্লিস্ট : ফয়সাল হোসেন

বর্ষসেরা নারী ক্রিকেটার : শারমিন আক্তার সুপ্তা

উদীয়মান ক্রীড়াবিদ : রিতু আক্তার (অ্যাথলেটিক্স), শরিফুল ইসলাম (ক্রিকেট), আলী কাদের হক (জিমন্যাস্টিকস)

তৃণমূলের ক্রীড়াব্যক্তিত্ব ২০২১ : আকবর আলী (ফুটবল কোচ, সাতক্ষীরা), আমিরুজ্জামান আমির বাবু (ক্রিকেট সংগঠক, মাদারীপুর)

বিশেষ সম্মাননা : আবদুল গাফফার (সাবেক ফুটবলার ও সংগঠক)

বর্ষসেরা সংগঠক: সৈয়দ শাহেদ রেজা (মহাসচিব, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন)

সেরা সংগঠন : দাবা ফেডারেশন

বর্ষসেরা পৃষ্ঠপোষক : আমরা নেটওয়ার্ক লিমিটেড