Print Date & Time : 4 August 2025 Monday 12:46 pm

বর্ষসেরা ডিজিটাল ব্যাংকসহ তিন স্বীকৃতি পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড

সম্প্রতি অনুষ্ঠিত দ্য অ্যাসেট ট্রিপল ‘এ’ ডিজিটাল অ্যাওয়ার্ডসে দেশের সেরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন ও বর্ষসেরা ডিজিটাল ব্যাংকের স্বীকৃতি পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।

এছাড়া ‘বেস্ট ডিজিটাল আপগ্রেড’ ক্যাটাগরিতেও অ্যাওয়ার্ড পেয়েছে ব্যাংক। সাম্প্রতিক সময়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের প্রথম সম্পূর্ণ কাগজবিহীন ও ডিজিটাল ক্রস-বর্ডার লেটার অব ক্রেডিট (এলসি) এবং ওভার-দ্য-উইকেন্ড স্বয়ংক্রিয় ঋণ বিতরণ সম্পন্ন করেছে। এ পদক্ষেপগুলোর সাহায্যে ক্লায়েন্টরা আরও বেশি স্বচ্ছ, সুবিধাজনক এবং কার্যকর সেবা উপভোগ করতে পেরেছেন। এ মাইলফলকগুলো ছাড়াও স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের মাধ্যমে ব্যবসার জন্য দেশব্যাপী ব্যাংকিং কার্যক্রম সহজতর করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।

ব্যাংকের এসসি মোবাইল অ্যাপ্লিকেশন ও আই-ব্যাংকিং প্ল্যাটফর্ম অনুষ্ঠানে ‘সেরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন’ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। এ মাধ্যমগুলো বিস্তৃত বৈশিষ্ট্যসম্পন্ন এবং অনলাইন পোর্টালগুলো সহজে অ্যাক্সেসযোগ্য। ব্যাংকের উদ্ভাবনী ও নিরাপদ ডিজিটাল ট্রেড কাউন্টার (ডিটিসি) ‘সেরা ডিজিটাল আপগ্রেড’ হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। এর মাধ্যমে ক্লায়েন্টরা অ্যাকাউন্ট পরিচালনা, ট্র্যাক এবং ট্রেড অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে আপ-টু-ডেট থাকেন। ডিটিসি মহামারি পরবর্তী বিশ্বের প্রয়োজন অনুসারে ডিজাইন করা হয়েছে। বিজ্ঞপ্তি