প্রতিনিধি, গাজীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘টেকসই সার ব্যবস্থাপনা’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘সাউথ এশিয়ান নাইট্রোজেন হাব’ প্রকল্পের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
সভায় মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাউথ এশিয়ান নাইট্রোজেন হাব প্রকল্পের কান্ট্রি লিড প্রফেসর মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গিয়াসউদ্দীন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক তোফায়েল আহমেদ ও বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক অধ্যাপক ড. ইমরুল কায়েস। ড. মো. আরিফুর রহমান খানের সঞ্চালনায় সাউথ এশিয়ান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়ে আলোচনা করেন ড. মিজানুর রহমান।
উপাচার্য টেকসই সার ব্যবস্থাপনার মাধ্যমে মাটির স্বাস্থ্য সুরক্ষা এবং টেকসই কৃষি উৎপাদন নিশ্চিতে বিজ্ঞানী ও কৃষকদের একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি মোকাবিলা করে যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি করা যায় বশেমুরকৃবি সে বিষয়ে নিরলস গবেষণা করছে। ‘সাউথ এশিয়ান নাইট্রোজেন হাব’ প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের টেকনোলজি ভিলেজ খ্যাত গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোকনগর গ্রামের কৃষকদের নাইট্রোজেন সারের দক্ষ ব্যবহারে উদ্বুদ্ধ করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
টেকনিক্যাল সেশনে বিভিন্ন ধরনের কম্পোস্ট তৈরি এবং অম্লীয় মাটিতে চুন প্রয়োগের ওপর দুটি প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম এবং অধ্যাপক জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে টোকনগর গ্রামের প্রায় ৬০ জন কৃষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মীসহ প্রায় ১২৫ জন উপস্থিত ছিলেন।