Print Date & Time : 29 August 2025 Friday 4:45 am

বশেমুরবিপ্রবিত স্থায়ী রেজিস্ট্রারের যোগদান

প্রতিনিধি, বশেমুরবিপ্রবি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম স্থায়ী রেজিস্ট্রার পদে যোগদান করেছেন মো. দলিলুর রহমান। ইতোপূর্বে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ডেপুটি রেজিস্ট্রার পদে কর্মরত ছিলেন।

আজ (১৩ অক্টোবর ২০২২) সকাল ৯.০০টায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মা. মোরাদ হোসান নবনিযুক্ত রেজিস্ট্রার মো. দলিলুর রহমানের যোগদান পত্র গ্রহণ করেন।

এ বিষয়ে মো: দলিলুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে যোগদান করে আমি অত্যন্ত আনন্দিত এবং প্রথমদিনে বিশ্ববিদ্যালয়ের যতটুকু দেখেছি তাতে অভুভূত। এই বিশ্ববিদ্যালয়কে আধুনিক, সেশনজটমুক্ত ও আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমার অবস্থান আমি সর্বোচ্চ চেষ্টা করবো এবং এই কাজে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীরসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।