Print Date & Time : 28 July 2025 Monday 12:57 am

বশেমুরবিপ্রবির কর্মচারী সমিতির অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভাইস চ্যান্সেলর নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি দিয়ে অবস্থান কর্মসূচি পালন শুরু করেছে প্রতিষ্ঠানটির কর্মচারী সমিতি। গতকাল বুধবার বেলা ১১টা থেকে কর্মবিরতি দিয়ে প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নিয়েছেন তারা।

এ সময় কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম, সহসভাপতি মো. সাগর হোসেন পলু, সাধারণ সম্পাদক বিএম আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান ইসলাম, মো. মামুন মোল্লা ও সাংগঠনিক সম্পাদক মো. ইমরান হোসেনসহ আরও অনেকে বক্তব্য দেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, দীর্ঘ ১১ মাস ধরে ভারপ্রাপ্ত ভিসি বিশ্ববিদ্যালয় পরিচালনা করছেন। এর ফলে কর্মচারীদের পদোন্নতি নীতিমালা সংশোধন, বেতন স্কেল অনুযায়ী ওভারটাইম নীতিমালা প্রণয়ন, কর্মচারীদের কোয়াটার শতভাগ বরাদ্দ নিশ্চিতকরণ, দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ এবং কর্মচারীদের সব ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না। স্থায়ী ভিসি নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের এ অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বক্তারা।