Print Date & Time : 11 September 2025 Thursday 11:22 pm

বসতঘরে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু

প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজংয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন লেগে নারী-পুরুষ দুজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টায় উপজেলার বৌলতলী ইউনিয়নের কাজিপাড়া গ্রামে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন ইমরান হোসেন (২৬) ও নাছরিন আক্তার (২৩)। সম্পর্কে তারা ভাবি ও দেবর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৌলতলী এলাকার কাজিরপাড়া গ্রামে নূর ইসলামের বসতঘরে আগুনের লেলিহান শিখা দেখে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মুন্সীগঞ্জ লৌহজং উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্দুল মতিন জানান, সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে কয়েক জায়গায় রাস্তা না থাকায় নৌকায় করে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসতঘরে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

নিহত নাসরিনের বাবা নূর ইসলাম খান বলেন, ‘আমার মেয়ে, মেয়ের জামাই শুভ ও দেবর ইমরান কয়েক দিন আগে বেড়াতে আসে। সকালে শুভ তার ব্যবসার কাজে ঢাকায় যান। মেয়ে ও মেয়ের দেবর বাসায় ছিলেন। হঠাৎ সকাল সাড়ে ৮টার দিকে ঘরে আগুন লেগে যায়। আমরা প্রাথমিকভাবে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে কল করে জানাই। ফায়ার সার্ভিস আসার আগেই ঘরসহ আমার মেয়ে ও মেয়ের দেবর আগুনে পুড়ে মারা যায়।’

লৌহজং থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবী বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’