Print Date & Time : 3 August 2025 Sunday 4:52 pm

বসতভিটা পুড়ে ছাই, খোলা আকাশের নিচে বসবাস

খোলা আকাশের নিচে বসবাস করছে কল্যাণপুরের বেলতলা বস্তির কয়েকশ মানুষ। গত রোববার রাতে আগুনে পুড়ে ছাই হওয়া ২’শত বাসিন্দারা জানেন না কোথায় থাকবেন, কিভাবেই বা ঘুড়ে দাঁড়াবেন তারা। ২০১৬ থেকে এখন পর্যন্ত ১০ বার এই বস্তিতে আগুন লাগে। বার বার আগুন লাগার কারনে বস্তিটি স্থানীয়দের কাছে ‘পোড়া বস্তি’ নামে পরিচিতি পেয়েছে। নিজেদের কাছে যেটুকু সহায় সম্বল রয়েছে তা দিয়েই ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা করছে এই ছিন্নমূল মানুষগুলো। ছবিতে আগুনের ধ্বংস্বস্তুপের মাঝে খোঁজ করছেন কিছু পাওয়ার আশায়

ছবি: শেয়ার বিজ