অবশেষে পার্বত্য জেলা রাঙামাটিতে বসছে বহুল কাক্সিক্ষত এবং প্রতীক্ষিত পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব। এ ল্যাব প্রতিষ্ঠার জন্য পুরো অর্থের জোগান দিয়েছে শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। শুক্রবার বসুন্ধরা গ্রুপের পক্ষে রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসার হাতে ৬৯ লাখ টাকার চেক দলে দেন রাঙামাটির করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে জেলাটির দায়িত্বপ্রাপ্ত সচিব ও বাংলাদেশ অথনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- রাঙামাটির ডিসি একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার (এসপি) আলমগীর কবিরসহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। বিজ্ঞপ্তি

Print Date & Time : 22 July 2025 Tuesday 3:49 pm
বসুন্ধরা গ্রুপের অর্থায়নে রাঙামাটিতে পিসিআর ল্যাব
করপোরেট কর্নার ♦ প্রকাশ: