Print Date & Time : 27 July 2025 Sunday 6:01 pm

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সামর্থ্যহীনদের ওমরা পালন

সৌদি আরবের মক্কা ও মদিনায় ওমরা পালনে যাচ্ছেন সামর্থ্যহীন ১০৪ জন মুসল্লি। ধর্মপ্রাণ মুসল্লিদের এ সুযোগ করে দিচ্ছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। গত রোববার এ কার্যক্রমের অংশ হিসেবে ওমরার প্রথম কাফেলা গতকাল রওনা হয় সৌদি আরবের উদ্দেশে। দুপুরে প্রথম কাফেলার ২৬ সদস্যকে নিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির অফিসে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এ সময় উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সভাপতি হাজি মো. ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন গাজী, যুগ্ম সম্পাদক শাহ আলম মিন্টু প্রমুখ। বিজ্ঞপ্তি