বস্ত্র খাতে লেনদেন বাড়লেও দর বেড়েছে ব্যাংক ও প্রকৌশল খাতে

রুবাইয়াত রিক্তা: টানা পতনের পর সবশেষ দুই কার্যদিবস ধরে শেয়ার কেনার প্রবণতা দেখা যাচ্ছে পুঁজিবাজারে। সপ্তাহের শেষ দিনে সূচকের ইতিবাচক গতি ছিল বাজারে। গতকালও তা অব্যাহত থাকে। তবে গতকাল লেনদেন কমে গেছে। লেনদেন বাড়ায় বস্ত্র খাত শীর্ষে উঠে আসে, তবে এ খাতে বিক্রির চাপও ছিল। বিমা খাতে বিক্রির চাপ বেশি ছিল। প্রকৌশল ও ব্যাংক খাতে শেয়ার কেনার চাহিদা বেশি ছিল। ছোট ও মাঝারি খাতগুলোর মধ্যে ভালো অবস্থানে ছিল খাদ্য, সেবা ও আবাসন খাত। পাট খাত শতভাগ নেতিবাচক ছিল।

তিন শতাংশ বেড়ে বস্ত্র খাত লেনদেনের শীর্ষে উঠে আসে। এ খাতে লেনদেন হয় ১৫ শতাংশ। দর বেড়েছে ৫২ শতাংশ কোম্পানির। সাড়ে আট শতাংশ বেড়ে প্রাইম টেক্সটাইল ও সাড়ে সাত শতাংশ বেড়ে আলিফ ইন্ডাস্ট্রিজ দরবৃদ্ধির শীর্ষ দশের মধ্যে উঠে আসে। রিং শাইন টেক্সটাইলের ছয় কোটি ৭৬ লাখ টাকা লেনদেন হয়, দরপতন হয় ৬০ পয়সা। আনলিমা ইয়ার্নের পাঁচ কোটি ৪০ লাখ টাকা লেনদেন হয়। দরপতন হয় ৩০ পয়সা। বিমা খাতে লেনদেন হয় ১৪ শতাংশ। এ খাতে ৩৬ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ১০ কোটি ৮৮ লাখ টাকা লেনদেন হয়। দরপতন হয় সাড়ে ১৪ টাকা। প্রকৌশল খাতে লেনদেন হয় ১৩ শতাংশ। এ খাতে ৫৯ শতাংশ কোম্পানির দর বেড়েছে। ৯ দশমিক ৮০ শতাংশ বেড়ে ইয়াকিন পলিমার দরবৃদ্ধির শীর্ষে উঠে আসে। এর পরের অবস্থানগুলোতে থাকা ওয়াইম্যাক্স ইলেকট্রোডের দর ৯ দশমিক ৭৯ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের দর ৯ দশমিক ৩৪ শতাংশ ও বেঙ্গল উইন্ডসরের দর পাঁচ দশমিক ৩৮ শতাংশ বেড়েছে। ব্যাংক খাতে আগের কার্যদিবসের তুলনায় এক শতাংশ লেনদেন কমে ১১ শতাংশ হয়। দর বেড়েছে ৬৭ শতাংশ কোম্পানির। সাত কোটি ১০ লাখ টাকা লেনদেনের পাশাপাশি প্রাইম ব্যাংকের দর ৪০ পয়সা বেড়েছে। ব্যাংক এশিয়ার পাঁচ কোটি ৭৭ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ২০ পয়সা। আর্থিক খাতে ৪৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। খাদ্য খাতে বেড়েছে ৬৫ শতাংশ শেয়ারদর। বিবিধ খাতে ৬২ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এ খাতের সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ছয় কোটি ৩৮ লাখ টাকা লেনদেন হয়। দর বেড়েছে ৪০ পয়সা। এসকে ট্রিমসের সাড়ে পাঁচ কোটি টাকা লেনদেন হয়। দর কমেছে ১০ পয়সা। সিরামিক খাতের স্ট্যান্ডার্ড সিরামিকের আট কোটি টাকা লেনদেন হয়। দর বেড়েছে ২১ টাকা ১০ পয়সা। এছাড়া তথ্য ও প্রযুক্তি খাতের ড্যাফোডিল কম্পিউটার্সের সাড়ে সাত কোটি টাকা লেনদেন হয়, দর বেড়েছে ৩০ পয়সা। টেলিযোগাযোগ খাতে বাংলাদেশ সাবমেরিন কেব্লসের দর প্রায় পাঁচ শতাংশ বেড়ে দরবৃদ্ধির শীর্ষ দশে উঠে আসে। সেবা ও আবাসন খাতে ৭৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে।