নিজস্ব প্রতিবেদক: গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চার বহুজাতিক কোম্পানি চমক দেখিয়েছে। লেনদেনের শেষের দিকে কোম্পানিগুলো হঠাৎ বিক্রেতাশূন্য হয়ে যায়। কোম্পানিগুলো হলো গ্লাক্সোস্মিথক্লাইন, রেকিট অ্যান্ড বেনকিজার, ম্যারিকো বাংলাদেশ ও লিন্ডে বাংলাদেশ লিমিটেড।
ডিএসই সূত্রে জানা যায়, গতকাল ঊর্ধ্বমুখী বাজারে সকাল থেকে কোম্পানিগুলোর শেয়ারদর বৃদ্ধি দিয়ে স্বাভাবিক লেনদেন হয়। কিন্তু দিনের শেষভাগে এসে চার কোম্পানির শেয়ার প্রায় একযোগে বিক্রেতাশূন্য হয়ে পড়ে। বহুজাতিক গøাক্সোস্মিথক্লাইন সার্কিট ব্রেকারের শেষ ধাপে এসে বিক্রেতাশূন্য হয়ে হল্টেড হয়ে যায়। দিনের শেষভাগে এক হাজার ৬২৫ টাকায় কোম্পানিটির শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতার অভাব দেখা যায়। এদিন কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের শেষ ধাপ স্পর্শ করলেও এর ক্লোজিং দর নির্ধারিত হয় এক হাজার ৬০৩ দশমিক ৮০ টাকায়। আগের দিন এর ক্লোজিং দর ছিল এক হাজার ৫৩৪ দশমিক ২০ টাকা। গতকাল কোম্পানিটির ১০ হাজার ৯০টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য এক কোটি ৫৯ লাখ ৫৯ হাজার টাকা।
একই অবস্থা ছিল রেকিট অ্যান্ড বেনকিজারের। সার্কিট ব্রেকারের সর্বশেষ ধাপে পৌঁছে যায় ওষুধ ও রসায়ন খাতের এ কোম্পানিটি। এ সময়ে সার্কিট ব্রেকারের শেষ ধাপে এক হাজার ৮৪৫ দশমিক ৬০ টাকায় কোম্পানিটির শেয়ারের ক্রেতা থাকলেও বিক্রেতার দেখা মেলে না। এদিন কোম্পানিটির ১১ হাজার ১০৬টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য দুই কোটি চার লাখ ৫৯ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ারদর সার্কিট ব্রেকারের শেষ ধাপ এক হাজার ৮৪৫ দশমিক ৬০ টাকা নির্ধারিত হয়। আগের দিন এর ক্লোজিং দর ছিল এক হাজার ৭৩৭ দশমিক ১০ টাকা।
বহুজাতিক আরেক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ এক হাজার ১৫৫ টাকায় বিক্রেতাশূন্য হলেও এর ক্লোজিং প্রাইস নির্ধারিত হয় এক হাজার ১৪৫ দশমিক ১০ টাকায়। আগের দিন কোম্পানিটির ক্লোজিং প্রাইস ছিল এক হাজার ১২৭ দশমিক ৭০ টাকা। এদিন কোম্পানিটির ১১ হাজার ৮৫৬টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য ছিল এক কোটি ৩৫ লাখ ৫০ হাজার টাকা।
জ্বালানি ও বিদ্যুৎ খাতের বহুজাতিক কোম্পানি লিন্ডে বাংলাদেশও ক্রেতাশূন্য হয়ে পড়ে। যদিও কোম্পানিটি সার্কিট ব্রেকারের শেষ ধাপ স্পর্শ করেনি। স্ক্রিনে যেসব বিক্রেতা ছিল, সবাই মুহূর্তের মধ্যে ক্রেতা হয়ে যায়। ফলে এ কোম্পানি দুটিও বিক্রেতাশূন্য হয়ে যায়। লিন্ডে বাংলাদেশ এক হাজার ২৪৭ টাকায় বিক্রেতাশূন্য হলেও এর ক্লোজিং প্রাইস নির্ধারিত হয় এক হাজার ২৩৮ দশমিক ৩০ টাকায়। আগের দিন এর ক্লোজিং প্রাইস ছিল এক হাজার ২০৬ দশমিক ১০ টাকা। এদিন কোম্পানিটির চার হাজার ৯৪৮টি শেয়ার লেনদেন হয়, যার বাজারমূল্য ছিল ৬০ লাখ ৯৫ হাজার টাকা।