Print Date & Time : 30 August 2025 Saturday 10:44 am

বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি রুখতে হবে: জাহিদ ফারুক

প্রতিনিধি, লহ্মীপুর: বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি বলেছেন, আমি নদী ভাঙন কবলিত এলাকার মানুষ। তাই নদী ভাঙা মানুষের ব্যাথা আমি বুঝি। তারা ভিটেমাটি হারিয়ে সর্বশান্ত হয়ে পড়ে।

রোববার (৯ জানুয়ারি) দুপুরে লহ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদী সংলগ্ন মাতাব্বরহাট এলাকায় তীররক্ষা বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এটা (বাঁধ নির্মাণ) আপনাদের প্রকল্প। সঠিকভাবে বাস্তবায়ন ও টেকসই বাঁধ যেন হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে কমিটি গঠন করা হবে। প্রকল্প বাস্তবায়ন কমিটি লক্ষ্য রাখবে কাজ যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়।

আর যাতে এ প্রকল্প থেকে চাঁদাবাজি না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। কোন চাঁদাবাজকে প্রশ্রয় দিবেন না। প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হলে আপনারা ভালো থাকবেন। আপনাদের ভাগ্য পরিবর্তন হবে।

লহ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে এবং জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষীপুর-৪ আসনের সাংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নান, লহ্মীপুর-২ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ, অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিওয়ান) অখিল কুমার বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মিমতানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি।

লহ্মীপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মেঘনা নদীর ‘বড়খেরী, লুধুয়াবাজার এবং কাদিরপন্ডিতের হাট বাজার’ তীররক্ষা প্রকল্প নামের ৩৩.২৬ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি ২০২১ সালের ১ জুন পাশ করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকা।

গত বছরের ১৭ আগস্ট ই-জিপি টেন্ডার পোর্টাল এবং ১৮ আগস্ট পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। টেন্ডার অনুসারে প্রায় শতাধিক লটের মাধ্যমে মোট ৩ হাজার ৪০০ মিটার কাজ হবে। রবিবার (৯ জানুয়ারি) দুটি লটের কাজ উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।