বাঁশখালীতে আবারও বন্যহাতি হত্যা, গাছের ছায়ায় পলিথিনে মুড়ে মাটি চাপা

নিজস্ব প্রতিবেদন : চট্টগ্রামের বাঁশখালীতে আবারও পরিকল্পিতভাবে হত্যা করা হলো একটি বন্যহাতিকে। খাবারের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা মাত্র ছয় বছর বয়সী মাদি (নারী) হাতিটিকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়। এরপর পলিথিনে মুড়ে গাছ দিয়ে ঢেকে মাটি চাপা দেয় দুর্বৃত্তরা।

গত মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় বাঁশখালী উপজেলার পুইছুড়ি ইউনিয়নের মধ্যমজিরীর চিতাখোলা এলাকায় ঘটনাটি ঘটে। দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা খোঁজ নিয়ে গাছ দিয়ে আড়াল করা একটি মাটির স্তূপ দেখতে পান। পরে খবর পেয়ে বন বিভাগ সেখানে গিয়ে মৃত হাতিটির দেহাবশেষ উদ্ধার করে।

চকরিয়া সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম মোহাম্মদ জুলকারনাইন ও বাঁশখালী উপজেলা প্রাণীসম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহজাদা মো. জুলকারনাইন হাতিটির ময়নাতদন্ত করেন। তারা জানান, হাতিটির শরীরে বৈদ্যুতিক শকের চিহ্ন ছিল এবং এটি আনুমানিক পাঁচ-ছয় দিন আগে হত্যা করা হয়েছে।

জলদি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ বলেন, হাতিটিকে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে হত্যা করা হয়েছে। এটি ছিল এশিয়ান প্রজাতির একটি মাদি হাতি। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে বন বিভাগ মামলা করবে বলে জানান তিনি।

এর আগেও, গত ১০ এপ্রিল জলদি রেঞ্জের পাইরাং বিট এলাকায় একটি হাতিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে দাঁত ও নখ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। সে ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। উল্টো পালিয়ে রয়েছেন সংশ্লিষ্ট বন কর্মকর্তারাও।

একের পর এক বন্যহাতি হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠনগুলো। তারা বলছে, বন বিভাগের গাফিলতির কারণেই এ ধরনের নিষ্ঠুর ঘটনা বারবার ঘটছে। প্রাণীর নিরাপত্তায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।