প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম) : এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, তারুণ্যের উৎসব- ২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে অনুষ্ঠিত জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাঁশখালী পৌরসভা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।
বুধবার বিকেলে বাঁশখালী পৌরসভার আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাঁশখালী পৌরসভা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল ১-০ গোলে কালিপুর ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি, খেলা পরিচালনাকারী ৬ রেফারিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান, ফাইনালের সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা ও সেরা গোলরক্ষককে পুরস্কৃত করা হয়।
এ সময় খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলমের সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দীন, বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান আহমেদ, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ ইসমাঈল, সেক্রেটারী মাওলানা আরিফ উল্লাহ, পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জি.এম সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, উপজেলা জামায়াতের ক্রীড়া সম্পাদক খোরশেদ আলী চৌধুরী প্রমুখ।’#