বাঁশখালীতে বিআরএমপি’র পল্লী চিকিৎসক সম্মেলন

Oplus_131072

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বাংলাদেশ রুরাল মেডিকেল প্র্যাকটিশনার ওয়েলফেয়ার সোসাইটি (বিআরএমপি)’র পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বৈলছড়ি এস.কেবি কনভেনশন হলরুমে বিআরএমপি বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে এই চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় পল্লী চিকিৎসক সম্মেলনে বিআরএমপি বাঁশখালী উপজেলার সাধারণ সম্পাদক ডা. এস.এন রাসেলের সঞ্চালনায়, সভাপতি আশেক এলাহী রনির সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ চিকিৎসক ডা. ফররুখ আহমদ ফারুক, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিআরএমপির কেন্দ্রীয় মহাসচিব আইয়াজ সিকদার, বিশেষ অতিথি ছিলেন ডা. আসিফুল হক, ডা. হামিদা আকতার প্রমুখ। এ সময় বাঁশখালী উপজেলার শতাধিক পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন।

এ সময় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পল্লী চিকিৎসকরা আমাদের দেশের সম্পদ। পল্লী চিকিৎসকরা দেশের প্রত্যন্ত অঞ্চলে জীবনের ঝুঁকি নিয়ে রাত-দিন সেবা দিয়ে রোগীদের সহযোগিতা করে যাচ্ছেন। গ্রামের একজন মানুষ অসুস্থ হলে প্রথম ডাক্তারি সেবা পল্লী চিকিৎসকরাই দেন। প্রাথমিক চিকিৎসায় বহু রোগী মৃত্যুর কোল থেকে ফিরে আসে। এই অবদান অস্বীকার করার কিছুই নেই। পল্লী চিকিৎসকদের আরও প্রশিক্ষণ দরকার। পল্লী চিকিৎসকরা আছেন বলেই দেশের দূর্গম অঞ্চলের মানুষরা চিকিৎসাসেবা পাচ্ছেন।’