Print Date & Time : 7 September 2025 Sunday 11:46 pm

বাঁশখালীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের হাইব্রীড জাতের বীজ ব্যবহাররের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

এ সময় উপজেলার ৮ হাজার জন কৃষকের মাঝে বিনামূল্যে উফসী ধানের বীজ ৫ কেজি, হাইব্রিড ধানের বীজ ২ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেকের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ প্রমুখ।’

উপজেলা কৃ‌ষি কর্মকর্তা আবু সালেক বলেন, ‘বাঁশখালী উপজেলায় বিএডিসি থেকে প্রাপ্ত বিনামূল্যে ৮ হাজার জন কৃষকের মাঝে বিনামূল্যে উফসী ধানের বীজ ৫ কেজি, হাইব্রিড ধানের বীজ ২ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। মূলত কৃষকের ভাগ‌্য উন্নয়নে কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়েছে।