Print Date & Time : 8 July 2025 Tuesday 3:41 am

বাঁশখালীতে ব্রীজের পাটাতন চুরি, হোতা গ্রেপ্তার

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ রায়ছটার চৌধুরী ঘাট এলাকায় পুরাতন ব্রীজের লোহার পাটাতন চুরি করে বিক্রি করার অভিযোগে মো. আনোয়ার কবির (২১) নামে এক ট্রাক চালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় রায়ছটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ট্রাক চালক আনোয়ার খানখানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড রায়ছটার চৌধুরী ঘাট এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ট্রাক চালক আনোয়ারের স্বীকারোক্তি ও দেখানো মতে উপজেলার পুকুরিয়ার চাঁদপুর বাজারের একটি ভাঙ্গারি দোকান থেকে চুরি করা জিনিসপত্র উদ্ধার করা হয়। চুরি করা ব্রীজের ওই সব পাটাতন ৩১ হাজার টাকায় বিক্রি করে দিলেও মালামালগুলোর মুল্য ৩ লাখ টাকার বেশি হবে বলে ধারণা করছে পুলিশ। এই কাজে জড়িত চোর চক্রের অন্যান্য সদস্যদের খুঁজছে পুলিশ।

পুলিশ জানায়, ‘সোমবার রাতে উপজেলার রায়ছটা চৌধুরী ঘাট এলাকায় পুরাতন ব্রীজের লোহার পাটাতনগুলো ট্রাক চালক আনোয়ারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চোরের দল চুরি করে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ আনোয়ারকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে উপজেলার পুকুরিয়া চাঁদপুর বাজারের একটি ভাঙারি দোকান থেকে বিক্রি করে দেয়া পাটাতন উদ্ধার করে পুলিশ।’

বাঁশখালী থানার (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ’গত রাতে চৌধুরী হাট এলাকায় ব্রীজের পাটাতন চুরি করে তা ট্রাক যোগে পুকুরিয়া এলাকার চাঁদপুর বাজারে বিক্রি করে দেয় একদল চোর চক্র। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে চোর চক্রের একজনকে গ্রেপ্তার করে। চুরি করা মালামালগুলো উদ্ধার করা হয়েছে। এই চুরিতে জড়িত চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’