Print Date & Time : 5 July 2025 Saturday 7:49 pm

বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় সভাপতি হলেন রাসেল ইকবাল

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়াকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। কমিঠিতে পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচস্য সচিব, মো. শহিদুল কায়সার অভিভাবক সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক এনামুল হককে শিক্ষক প্রতিনিধি করা হয়েছে।

চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, আদর্শ উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০২৪ এ বর্ণিত ৬৪ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।

উল্লেখ্য: এডহক কমিটির সভাপতি রাসেল ইকবাল মিয়া বাঁশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক। এরআগে তিনি ১৯৯৭ সালে আলাওল কলেজ ছাত্রদলের আহ্বায়ক, ১৯৯৮ সালে বাঁশখালী থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক, ১৯৯৯ সালে জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২০১৬ সালে বাঁশখালী পৌরসভা বিএনপি’র সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।