Print Date & Time : 5 July 2025 Saturday 11:28 am

বাঁশ দিয়ে তৈরি প্রথম সেলফোন টাওয়ার

নিজস্ব প্রতিবেদক : টেলিযোগাযোগ টাওয়ার তৈরির ইতিহাসে এই প্রথমবারের মতো বাঁশ দিয়ে তৈরি মোবাইলফোন টাওয়ার তৈরি করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও টাওয়ার নির্মাতা প্রতিষ্ঠান ইডটকো গ্রুপ।

রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরের একটি বাড়ির ছাদে পরীক্ষামূলকভাবে বাঁশের তৈরি এই নতুন টাওয়ার চালু করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) রাজধানীর একটি হোটেলে উদ্ভাবনী এই বাঁশের টাওয়ার প্রকল্পের উদ্বোধন করা হয়।

বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদের নেতৃত্বে একটি গবেষক দল স্টিল টাওয়ারের বিকল্প হিসেবে বাঁশের তৈরি টাওয়ারের সক্ষমতার ওপর গবেষণা কাজটি করে।

Bamboo-Towerবাংলাদেশে বাঁশ একটি সহজলভ্য উপকরণ। ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করে

দেখা গেছে বাঁশ টেলিকম টাওয়ার তৈরির নির্ভরযোগ্য দেশীয় উপকরণ হতে পারে।’

গবেষণায় দেখা যায়, কাঁচা বাঁশকে নমনীয় এবং প্রসারণ সক্ষম করা গেলে তা দিয়ে তৈরি কাঠামো স্টিলের মতোই ভারী ওজন সইতে পারে। দুর্যোগ সহনশীলতা পরীক্ষা করতে গিয়ে দেখা যায়, এই বাঁশ ঘণ্টায় ২১০ কিলোমিটার বেগের বাতাসেও টিকে থাকে। কাঠের মতোই বাঁশকে বিশেষভাবে উইপোকা-ঘুনপোকার আক্রমণ থেকে রক্ষা করা যায়। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করলে এই টাওয়ার টিকবে প্রায় ১০ বছর। সর্বোচ্চ ৮টি অ্যান্টেনা স্থাপন করা যাবে বাঁশের টাওয়ারে।

টাওয়ারটি নির্মাণে নেতৃত্ব দেয়া অধ্যাপক ড. ইশতিয়াক বলেন,’বাংলাদেশে বাঁশ একটি সহজলভ্য উপকরণ। ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করে দেখা গেছে বাঁশ টেলিকম টাওয়ার তৈরির নির্ভরযোগ্য দেশীয় উপকরণ হতে পারে।’

ইডটকো’র প্রকৌশল বিভাগের পরিচালক মো. জাকির হোসাইন চ্যানেল আই অনলাইনকে বলেন,‘বাঁশ হালকা উপকরণ। তাই ছাদের ওপর ভারী স্টিল টাওয়ারের চাপ কমাবে এধরণের টাওয়ার।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন,’ শীঘ্রই দেশে চালু হচ্ছে অত্যাধুনিক ফোর-জি নেটওয়ার্ক। এজন্য আমাদের নেটওয়ার্ক বৃদ্ধি করতে হবে। এধরণের সুলভমূল্যের সহজলভ্য উপরকণে তৈরি উদ্ভাবনী টাওয়ার আমাদের টেলিকম জগতে কার্যকর ভূমিকা রাখতে পারে।’

পরিবেশবান্ধব দেশজ উপাদানে তৈরি সুলভ মূল্যের বাঁশের টাওয়ার দিয়ে দেশজুড়ে মোবাইলফোন নেটওয়ার্ক আরও বিস্তৃত করা যাবে বলে আশা করেন তিনি।

ইডটকো গ্রুপের নির্বাহী প্রধান সুরেস সিধু বলেন,’ আমরা বরাবরই টেলিযোগাযোগ অবকাঠামো খাতের বিভিন্ন চ্যালেন্নজ মোকাবেলায় প্রয়োজনীয় উপাদান এবং উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করি। বাঁশের তৈরি এই টেলিযোগাযোগ টাওয়ার আমাদের সর্বশেষ উদ্ভাবন।’

উল্লেখ্য, বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া,মিয়ানমান, শ্রীলংকা, কম্বোডিয়া এবং পাকিস্তানে মোবাইলফোন নেটওয়ার্কের টাওয়ার স্থাপন কার্যক্রম পরিচালনা করে ইডটকো। চলতি বছর ইডটকো বাংলাদেশ ঢাকার বিভিন্ন এলাকায় তাদের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে আরও কিছু বাঁশের টাওয়ার স্থাপন করবে। ২০১৮ সালে ইডটকো অন্যান্য দেশে এই বাঁশের টাওয়ার প্রকল্প শুরু করবে।