Print Date & Time : 20 July 2025 Sunday 8:55 pm

বাংলাদেশকে ২ লাখ টিকা উপহার দিচ্ছে মালদ্বীপ

শেয়ার বিজ ডেস্ক: উপহার হিসেবে বাংলাদেশকে দুই লাখ এক হাজার ৬০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা দিচ্ছে মালদ্বীপ।

এ উপলক্ষে বুধবার মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী আহমেদ নাসিম এবং মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।

মালদ্বীপ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তান্তর করা এই টিকাগুলো কাতার এয়ারওয়েজের ফ্লাইটে করে দোহা হয়ে শুক্রবার রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, এই উপহার দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।