Print Date & Time : 6 July 2025 Sunday 7:01 am

বাংলাদেশের প্রস্তাব ফিরিয়ে দিলেন ফ্লাওয়ার

শেয়ার বিজ ডেস্ক: অ্যান্ডি ফ্লাওয়ার বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের  (বিসিবি) সঙ্গে চন্ডিকা হাতুরুসিংহের চুক্তি ছিল ২০১৯ সালের জুন পর্যন্ত। কিন্তু তার প্রায় দেড় বছরের বেশি সময় আগে হুট করেই শর্ত ও চুক্তি ভেঙে পদত্যাগ পত্র জমা দেন বাংলাদেশের লঙ্কান এই কোচ। ইতোমধ্যে স্বদেশের জাতীয় দলের কোচ হওয়ার পথে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের (এসএলসি)  সঙ্গে হাতুরুসিংহের চুক্তি প্রায় চূড়ান্ত। এমন অবস্থায় বিসিবি নজর দিচ্ছে নতুন কোচের দিকে।

প্রথমে অবশ্য শোনা যাচ্ছিল, উপমহাদেশ থেকেই হাতুরুসিংহের উত্তরসূরি নির্বাচন করা হবে। তবে বাংলাদেশের পরবর্তী প্রধান কোচ হিসেবে বিসিবির পছন্দের শীর্ষে ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। মাশরাফি-সাকিবেদের কোচ হওয়ার জন্য জিম্বাবুয়ের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে প্রস্তাবও দিয়েছিল বিসিবি। কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ফ্লাওয়ার। অবশ্য প্রস্তাব ফিরিয়ে দিলেও বিসিবির প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন ফ্লাওয়ার।

জিম্বাবুয়ের সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ডকে ৪৯ বছর বয়সী ফ্লাওয়ার জানিয়েছেন, বাংলাদেশের প্রস্তাবে অভিভূত ফ্লাওয়ার। তবে ইংল্যান্ডের যুব দলের কোচ হিসেবেই আপাতত সন্তুষ্ট রয়েছেন তিনি। যদিও দীর্ঘ সময়ের জন্য ইংলিশদের হয়ে কাজ করবেন কি না, তা এখনো নিশ্চিত নন তিনি। তবে এখনই বাংলাদেশের কোচ হওয়ার উপযুক্ত সময় আসেনি বলে মনে করেন জিম্বাবুয়ের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

১৯৯২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর জিম্বাবুয়ের জার্সিতে ৬৩টি টেস্ট ও ২১৩টি ওয়ানডে খেলেছেন ফ্লাওয়ার। অবসরের পর ২০০৭ সালে ম্যাথ্যু মেনার্ডের বদলে নিয়োগ পান ইংল্যান্ড দলের সহকারী কোচ হিসেবে। ২০০৯ সালে পিটার মুরের জায়গায় ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব পান। ফ্লাওয়ারের অধীনে অ্যাশেজ সিরিজ জয়ের সঙ্গে টেস্ট র‍্যাংকিংয়েও শীর্ষে উঠেছিল থ্রি লায়নস’রা।

২০১২ সালে ইংল্যান্ডে দলের ওডিআই ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে অব্যাহতি নেন ফ্লাওয়ার। বর্তমানে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তরুণ দলে কোচের দায়িত্বে রয়েছেনফ্লাওয়ার।