সায়হান সাদিত: এবারের ২০২৩ সালের অমর একুশে বইমেলায় রেজাউল করিম খোকনের নতুন বই ‘বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা: সমস্যা, সংকট ও সম্ভাবনার নানা প্রসঙ্গ’ প্রকাশিত হয়েছে। যে কোনো দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হলো ব্যাংক খাত। এখন ব্যাংকবিহীন কোনো সমাজ, রাষ্ট্র কিংবা অর্থনীতির কথা ভাবা যায় না। একটি দেশের ব্যাংক ব্যবস্থার সমৃদ্ধির মধ্যেই নিহিত রয়েছে সামগ্রিক অর্থনীতির উন্নয়ন। স্বাধীনতার পর ৫২ বছরে বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার যথেষ্ট অগ্রগতি যেমন হয়েছে, তেমনিভাবে সময়ের পথপরিক্রমায় নানা সমস্যা, সংকট ও চ্যালেঞ্জ এসে সামনে দাঁড়িয়েছে। আধুনিক সময়ের উপযোগী প্রযুক্তিনির্ভর ব্যাংকিং কর্মকাণ্ডের প্রসার সবার জীবনযাপনে নতুন মাত্রা যোগ করেছে। ব্যাংকিং সেবার ক্ষেত্রে আলাদা গতির সঞ্চার হয়েছে। সমৃদ্ধি, সাফল্য ও আধুনিকতার পাশাপাশি ব্যাংক ব্যবস্থায় সুশাসনের অভাব, নৈতিকতার অবক্ষয় ও খেলাপি ঋণ সংস্কৃতির যথেচ্ছাচার নানাভাবে সমস্যা ও সংকট সৃষ্টি করছে। তবে সবকিছুর পরও আমাদের ব্যাংক ব্যবস্থায় সম্ভাবনার নতুন নতুন দিগন্ত উšে§াচিত হচ্ছে প্রতিদিন। ‘বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা: সমস্যা, সংকট ও সম্ভাবনার নানা প্রসঙ্গ’ গ্রন্থটিতে সংকলিত নিবন্ধগুলো ব্যাংকিং পেশায় দীর্ঘসময় ধরে সম্পৃক্ত থাকার সুবাদে নানা অভিজ্ঞতার আলোকে লেখা, যা বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। লেখকের ব্যাংকিং পেশার অভিজ্ঞতা থেকে লেখা নিবন্ধগুলো পাঠক-পাঠিকাদের ভালো লাগবে। রেজাউল করিম খোকন ব্যাংকিং পেশায় নিয়োজিত ছিলেন দীর্ঘদিন। পেশাগত জীবনে বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতার আলোকে ব্যাংকিং ও অর্থনীতির নানা বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করছেন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দৈনিক ও সাময়িকীতে। এরই মধ্যে তার বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। সমকালীন বাংলাদেশের ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় ও প্রসঙ্গ তুলে ধরার পাশাপাশি বিরাজমান সমস্যা, সংকট ও সম্ভাবনার নানা প্রসঙ্গও আলোকপাত করা হয়েছে এই গ্রন্থের বিভিন্ন নিবন্ধে। বইটিতে মোট ৩৩টি নিবন্ধ রয়েছে। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার সূচনা, ক্রমবিকাশ ও আধুনিক সময়ের উপযোগী প্রযুক্তিনির্ভর ব্যাংকিং কর্মকাণ্ড, সুশাসন, নিরাপত্তা, ঝুঁকি ব্যবস্থাপনা, ব্র্যান্ডিং প্রভৃতি এবং আগামী দিনের সম্ভাবনার কথা রয়েছে এই গ্রন্থে। ব্যাংকিং পেশার সঙ্গে সম্পৃক্তদের পাশাপাশি অন্য সবারও কৌতূহল মেটাবে লেখাগুলো। সমকালীন বাংলাদেশের ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় ও প্রসঙ্গ তুলে ধরার পাশাপাশি বিরাজমান সমস্যা, সংকট ও সম্ভাবনার নানা বিষয় আলোকপাত করা হয়েছে এই গ্রন্থে। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার সাম্প্রতিক চালচিত্র তুলে ধরা হয়েছে লেখাগুলোয়। বাংলাদেশের অর্থনীতিতে নানা পালাবদল ঘটেছে গত ৫২ বছরে। ব্যাংক ব্যবস্থা চড়াই-উতরাই নানা ঘটনার সাক্ষী হয়েছে। বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে বলা যায়। সমস্যা ও সংকটের মোকাবিলা করতে রীতিমতো বিপর্যয়ের মুখোমুখি এসে দাঁড়িয়েছে; কিন্তু তারপরও সম্ভাবনার আলো দেখা যাচ্ছে। আগামী দিনগুলোয় সমস্যা ও সংকট নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, তেমন দৃঢ় বিশ্বাস রয়েছে আমাদের মনে। বইটি ব্যাংকার ও ব্যাংকিং পেশার সঙ্গে সম্পৃক্তদের পাশাপাশি অর্থনীতির বিষয় নিয়ে কাজ করা গবেষক ও অর্থনীতির উচ্চশিক্ষা গ্রহণকারী ছাত্র-ছাত্রীদের নানা কৌতূহল মেটাতে সাহায্য করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। বইটি প্রকাশ করেছে ধ্রুবতারা প্রকাশনী। ২৫২ পৃষ্ঠার বইটির মূল্য ৫১০ টাকা। প্রচ্ছদশিল্পী মোস্তাফিজ কারিগর। গ্রন্থটির বহুল প্রচার কামনা করছি।

Print Date & Time : 8 September 2025 Monday 3:49 am
বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার সাম্প্রতিক চালচিত্র
মতামত ♦ প্রকাশ: