Print Date & Time : 3 September 2025 Wednesday 7:41 am

বাংলাদেশের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিল দক্ষিণ কোরিয়া

নিজস্ব প্রতিবেদক: কভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাংলাদেশের ওপর আরোপিত ভিসা-সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। গতকাল বৃহস্পতিবার ঢাকায় কোরিয়ার দূতাবাসের ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২৪ অক্টোবর থেকে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদন গ্রহণ করা হবে।

বাংলাদেশে কভিড পরিস্থিতি উন্নত হওয়ায় এবং দক্ষিণ কোরিয়ায় যাওয়া বাংলাদেশিদের মধ্যে করোনা-আক্রান্তের সংখ্যা কমে আসায় দেশটির সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চলতি বছর এপ্রিলে বাংলাদেশের কভিড পরিস্থিতি বিবেচনা করে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় দক্ষিণ কোরিয়া।

দূতাবাস জানিয়েছে, কোরিয়ায় যিনি যাবেন অবশ্যই তাকে দুই ডোজ করোনার টিকা নিতে হবে এবং ভ্রমণের আগে, ভ্রমণের সময় ও দেশটিতে পৌঁছানোর পর সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি দক্ষিণ কোরিয়ায় যাওয়া বাংলাদেশিদের মধ্যে কভিড-১৯-আক্রান্তের সংখ্যা বেড়ে যায়, তাহলে দেশটির সরকার ভিসা আবেদনের ওপর আবার নিষেধাজ্ঞা জারি করবে।