Print Date & Time : 10 July 2025 Thursday 12:07 am

বাংলাদেশের ভেতর ভারতের রেললাইন জনগণ মেনে নেবে না

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেললাইন দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

জাতীয় প্রেস ক্লাবের সামনে গতকাল শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। ‘বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প রেল নেটওয়ার্ক তৈরি করবে ভারত।’ ভারতীয় সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পর এই প্রতিবাদ সভা করে জাতীয়তাবাদী নাগরিক পরিষদ।  

জয়নুল আবদিন বলেন, আপনারা দেশের ভেতর দিয়ে রেললাইন নিয়ে যাবেন, তা দেশের মানুষ কোনো দিন মেনে নেবে না। দেশের মানুষ জানে স্বৈরাচারের বিরুদ্ধে কীভাবে আন্দোলন করতে হয়। যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এখন দিল্লির আগ্রাসন মেনে নিতে পারব না।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা গণতন্ত্র নস্যাৎ করেছেন। অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। দেশের মানুষ দুবেলা ভাত খেয়ে বেঁচে থাকার অধিকার হারিয়েছে। বাজেটে গরিব মানুষ ট্যাক্স দেবে আর কোটি কোটি টাকা পাচারকারী ১৯ ভাগ ট্যাক্স দিয়ে তা বৈধ করবে, তা হতে পারে না।

তিনি বলেন, সরকার কিছু সংখ্যক আমলাকে ও পুলিশকে দিয়ে অন্যায়ভাবে বিরোধী দল দমনে নিয়োজিত, তার প্রমাণ বেনজীর। জনগণ আমাদের সঙ্গে আছে। খালেদা জিয়াকে আর জেলে রাখতে পারবেন না।