শেয়ার বিজ ডেস্ক: বাংলাদেশের জনগণ ও আওয়ামী লীগের সাফল্যকে সমান্তরালে দেখেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দেশের সব অর্জন এসেছে এই দলের হাত ধরেই।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গতকাল রোববার সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় জনগণকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এ কথা বলেন বঙ্গবন্ধু কন্যা। খবর: বাসস।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, যা আমরা প্রমাণ করেছি। বাঙালির সকল অর্জনেই ওতপ্রোতভাবে জড়িত আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষের যতটুকু অর্জন তা আওয়ামী লীগের দ্বারাই হয়েছে।’
আওয়ামী লীগের পদক্ষেপের কারণেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছেÑদাবি করে তিনি বলেন, ‘সব সময় মানুষের সুখে-দুঃখে পাশে ছিল সংগঠনটি। কিন্তু বারবার এই দলকে আঘাত করা হয়েছে, নিশ্চিহ্নের চেষ্টা হয়েছে। কিন্তু যতবার এই আঘাত এসেছে দলটি ততবারই জেগে উঠেছে।’
পাকিস্তান প্রতিষ্ঠার দেড় বছরের মাথায় ১৯৪৯ সালের আজকের দিনে ক্ষমতাসীন মুসলিম লীগের প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করে আওয়ামী মুসলিম লীগ। ছয় বছর পর দলের নাম পাল্টে করা হয় আওয়ামী লীগ।
প্রতিষ্ঠার পর ৫০-এর দশকেই বাঙালির অধিকার আদায়ের কণ্ঠস্বর হয়ে উঠে দলটি। পরে ৬০-এর দশকে নানা ঘটনাপ্রবাহ শেষে ১৯৭১ সালে তাদের নেতৃত্বেই হয় মুক্তিযুদ্ধ, আত্মপ্রকাশ হয় স্বাধীন বাংলাদেশের।
প্রতিষ্ঠাবার্ষিকীতে এবার তিন দিনের আয়োজন রাখে আওয়ামী লীগ, যার সবশেষ ছিল সোহরাওয়ার্দী উদ্যানের এই জনসভা। এর প্রতিপাদ্য ঠিক করা হয় ‘গৌরবময় পথ চলার ৭৫ বছরে আওয়ামী লীগ, সংগ্রাম সংকল্প সতত শপথে জনগণের সাথে।’
বিকালে জনসভা শুরু হলেও সকাল ১১টার দিকেই উদ্যানের ফটকগুলো খুলে দেয়া হয়। এরপর থেকে মূল দল ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উদ্যানে জড়ো হতে শুরু করেন।
বিকাল সাড়ে ৩টার পরপর সমাবেশস্থলে এসে পৌঁছান বঙ্গবন্ধু কন্যা। মঞ্চে ওঠার পূর্বমুহূর্তে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি; দলীয় পতাকা তোলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পায়রাও অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৌনে ৪টার দিকে মঞ্চে বসেন তিনি। এরপর মঞ্চের ডান পাশে নির্ধারিত স্থানে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পকলা একাডেমির শিল্পীরা প্রতিষ্ঠাবার্ষিকীর থিম সং এবং দেশাত্মবোধক নানা গান ও নাচ পরিবেশন করেন।
এরপর স্বাগত বক্তব্য দেন ওবায়দুল কাদের। সভাপতির বক্তব্য দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাইকের সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পুরো সোহরাওয়ার্দী উদ্যান সেøাগানে মুখর হয়ে ওঠে। তিনি নিজেও সেøাগান ধরেন।
সভা মঞ্চ থেকে সামনের দিকে প্রায় ১০ হাজার নেতাকর্মী বসার ব্যবস্থা থাকলেও পুরো উদ্যান ঘিরেই ছিল নেতাকর্মী। অনুষ্ঠানে দেশি, বিদেশি আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সবুজ ধরিত্রী’ নামে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিও হাতে নিয়েছে আওয়ামী লীগ।