Print Date & Time : 7 August 2025 Thursday 12:38 pm

বাংলাদেশের সঙ্গে বিমান চলাচলে চুক্তি সইয়ের প্রস্তাব সুইজারল্যান্ডের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে বিমান চলাচলের চুক্তি সই করার প্রস্তাব দিয়েছে সুইজারল্যান্ড। গতকাল সচিবালয়ে এ প্রস্তাবনা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর কাছে হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিজ নাথালি চুয়ার্ড। মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

পর্যটন শিল্পের উন্নয়নে দু’দেশের একসঙ্গে কাজ করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। তিনি বলেন, ‘বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০ বছর উদ্যাপন এবং দু’দেশের মধ্যে পর্যটনসহ ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে সুইজারল্যান্ড চুক্তি সই করতে চায়।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী জানান, বিমান চলাচলে চুক্তি সইয়ের বিষয়ে সুইজারল্যান্ডের প্রস্তাবটি যথাযথ প্রক্রিয়া বাস্তবায়ন করে যথাসময়ে সম্পাদন হবে।

প্রতিমন্ত্রীর আশা, ‘বিমান চলাচল চুক্তিস্বাক্ষরের ফলে দু’দেশের জনগণের মধ্যকার যোগাযোগ বৃদ্ধি পাবে, ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। একই সঙ্গে পর্যটন ও অ্যাভিয়েশন শিল্পের উন্নয়নে দু’দেশের একত্রে কাজ করার সুযোগ সৃষ্টি হবে।’