বাংলাদেশে আমাজন ওয়েব সার্ভিস চালু করবে ইনটেক

নিজস্ব প্রতিবেদক: তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনটেক লিমিটেড বাংলাদেশে আমাজন ওয়েব সার্ভিস চালু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি কোম্পিানিটি এ বিষয়ে ভারতের মিনফি টেকনোলজি প্রাইভেট লিমিটেডের সঙ্গে ‘এক্সক্লুসিভ কমার্শিয়াল এগ্রিমেন্ট’ সম্পন্ন করেছে। এমাজন ওয়েব সার্ভিস দেওয়ার চুক্তি ছাড়াও যুক্তরাষ্ট্রের রেনিয়াল সিস্টেমস ইনকরপোরেশনের সঙ্গে ইনটেক লিমিটেডের আরও একটি বাণিজ্যিক চুক্তি হয়। এ চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির সঙ্গে আইটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কাজ করবে ইনটেক। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আইটি চালুকরণ, কম্পিউটার সফটওয়্যার-হার্ডওয়্যার, ইন্টারনেট অব থিংস (আইওটি), ম্যানেজড সার্ভিস, ইআরপি, ইন্টিলিজেন্ট এনার্জি ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজিক কনসালটিং এবং কো-ইনোভেশন, ভার্টিক্যাল অ্যাপ্লিকেশন ইত্যাদি।
গতকাল কোম্পানিটির ১৬ লাখ ৯৫ হাজার ৩৪৯টি শেয়ার মোট এক হাজার ৩৩৬ বার হাতবদল হয়, যার বাজারদর ৯ কোটি ৩২ লাখ ১৩ হাজার টাকা। ওইদিন শেয়ারদর ১০ শতাংশ বা পাঁচ টাকা ১০ পয়সা বেড়ে প্রতিটি শেয়ার সর্বশেষ ৫৬ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৫৬ টাকা ১০ পয়সা।
২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। ওই সময় শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৯ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১১ টাকা ২০ পয়সা। ওই সময় কর-পরবর্তী মুনাফা করেছে দুই কোটি ৭৮ লাখ ৬০ হাজার টাকা।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১২ পয়সা। অর্থাৎ আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি লোকসান তিন পয়সা কমেছে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এনএভি হয়েছে ১১ টাকা ১২ পয়সা, যা একই বছরের ৩০ জুন পর্যন্ত ছিল ১১ টাকা ২০ পয়সা। ওই সময় কর-পরবর্তী লোকসান করেছে ২২ লাখ ৭০ হাজার টাকা। দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১০ পয়সা এবং কর-পরবর্তী মুনাফা করেছে ২৫ লাখ ১০ হাজার টাকা, যা তৃতীয় প্রান্তিকে ইপিএস ছিল ২১ পয়সা এবং মুনাফা হয়েছে ৫৮ হাজার ৪০ হাজার টাকা।