Print Date & Time : 31 August 2025 Sunday 11:55 am

বাংলাদেশে আসছে আইসিসি প্রধান

ক্রীড়া প্রতিবেদক: ব্যস্ততা বেড়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। দুই দিনের সফরে রোববার বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রধান গ্রেগ বার্কলে। বিসিবির সঙ্গে বৈঠক করার পাশাপাশি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্টের প্রথম দিনের খেলা মাঠে বসে দেখবেন তিনি। সোমবার থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে এই টেস্ট ম্যাচটি।

খবরটি নিশ্চিত করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আইসিসি প্রধান আসছেন বাংলাদেশে। আইপিএল ফাইনাল দেখতে ভারত যাবেন। এর আগে বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছেন। আমরাও স্বাগত জানিয়েছে তাকে। কোনো এজেন্ডা নিয়ে উনি আসছেন না। দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি মাঠে বসে দেখতে চান। একেবারেই ফরম্যাল সফর তার।’

২০২০ সালে আইসিসির সভাপতি পদ থেকে ভারতের শশাঙ্ক মনোহর সরে দাঁড়ান।  এরপর সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রধান ইমরান খাজা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তারপরই আইসিসির সভাপতি পদে নির্বাচিত হন নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে।

জানা গেছে, ঢাকা এখান থেকেই বার্কলে যাবেন কলকাতা। সেখানে আইপিএলের প্লে-অফ ও ফাইনাল দেখবেন। তার সঙ্গী হতে পারেন নাজমুল হাসান পাপনও।