ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ডের। খেলার কথা ছিল টি-টোয়েন্টি ফরমেটের সিরিজ। কিন্তু ইংলিশদের সেই সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে, দলটির বেশিরভাগ ক্রিকেটারই ওই সময়ে আইপিএল খেলতে আগ্রহ প্রকাশ করেছে, আর সে কারণেই এই সফরের ভাগ্য এখন অনিশ্চিত।
সাদা বলের ক্রিকেট খেলতে ইংল্যান্ডের বাংলাদেশ সফরে আসার কথা ছিল সেপ্টেম্বর-অক্টোবর মাসে। কিন্তু সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু হয়ে আইপিএলের বাকি অংশটা চলবে মাসখানেক।
আরব আমিরাতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাই শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ফরম্যাটের সিরিজ আর নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে বিসিবিকে।

Print Date & Time : 15 August 2025 Friday 4:11 pm
বাংলাদেশে আসছে না ইংল্যান্ড
স্পোর্টস ♦ প্রকাশ: