Print Date & Time : 8 July 2025 Tuesday 3:35 pm

বাংলাদেশে প্রথম ‘বিএসসি ইন ডেটা সায়েন্স’ বিভাগের যাত্রা

বাংলাদেশে প্রথমবারের মতো ডেটা সায়েন্সে স্নাতক প্রোগ্রামের অনুমোদন পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ। সাম্প্রতিক বছরগুলোয় ডেটা সায়েন্স বিশ্বব্যাপী শীর্ষ বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে এবং এটি স্মার্ট বাংলাদেশের রূপান্তরের জন্য অপরিহার্য।  ইউআইইউ’র উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, ‘সামনের দিনের চ্যালেঞ্জ হলো স্নাতকদের কম্পিউটিং এবং ডেটা অ্যানালাইসিসে দক্ষ করে তোলা। স্মার্ট বাংলাদেশের জাতীয় পথ পরিক্রমায় এ দক্ষতা ডেটাচালিত নেতৃত্বের সহায় হবে। আমরা বিশ্বাস করি, এই নতুন অনুমোদিত প্রোগ্রামের গ্র্যাজুয়েটরা এ প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করবে।’ বিজ্ঞপ্তি