বাংলাদেশে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা রয়েছে: বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা রয়েছে। এজন্য আমরা ব্রিটিশ বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য আহ্বান করব। এখানে যে শুধু তাদেরকে আমাদের দরকার, তা নয়, তারাও উপকৃত হবে। বিনিয়োগের মাধ্যমে উভয়পক্ষ লাভবান হবে। অতএব আমরা পার্টনারশিপ ও সর্বোচ্চ রিটার্নের জন্য আহ্বান করব। আমাদের ফ্রন্টিয়ার শেয়ারবাজার এই মুহূর্তে সর্বোচ্চ রিটার্ন দিচ্ছে।

যুক্তরাজ্যে আসন্ন রোডশোকে কেন্দ্র করে গতকাল বুধবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত আন্তর্জাতিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার, আইএমওতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সাইদা মুনা তাসনিম সংবাদ সম্মেলনে অংশ নেন। বিএসইসির চেয়ারম্যান বলেন, বিশ্ববাসী নতুন বাংলাদেশকে জানে না। তারা বাংলাদেশের পরিবর্তন সম্পর্কে জানে না, তারা জানে না বাংলাদেশ আত্মনির্ভরশীল এবং সাহায্যনির্ভরশীল নয়, তারা জানে না বাংলাদেশের প্রতিকূল আবহাওয়া মোকাবিলার সক্ষমতা এবং তারা জানে না বাংলাদেশ আরএমজি খাতে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ।

শিবলী রুবাইয়াত বলেন, বাংলাদেশ এখন নতুন নতুন ক্ষেত্রে উন্নতি করতে চায়। এজন্য আন্তর্জাতিক বিনিয়োগ দরকার। এক্ষেত্রে আমরা যুক্তরাজ্যকে বিনিয়োগে আহ্বান করতে চাই। এই দেশটির সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। এছাড়া বড় ব্যবসায়িক অংশীদার যুক্তরাজ্য। ওই দেশে অনেক বাংলাদেশি বসবাস করায় যুক্তরাজ্যের সঙ্গে আমাদের নিয়মিত কানেকশন রয়েছে।

উল্লেখ্য, এবার রোডশোটি বিএসইসি, বিডা ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনের যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে।