Print Date & Time : 2 September 2025 Tuesday 2:56 am

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় কোরিয়া: রাষ্ট্রদূত

প্রতিনিধি, নরসিংদী: ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন জানিয়েছেন, বাংলাদেশে দক্ষিণ কোরিয়া আরও বিনিয়োগ বাড়াতে চায়। আগামী দিনে এখানে কোরিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি। গতকাল শনিবার নরসিংদীতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা জানান কোরিয়ার রাষ্ট্রদূত।

নরসিংদীতে স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্স ফ্যাক্টরি পরিদর্শন

 করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশনস, বাংলাদেশের (ডিকাব) সদস্যরা।

কারখানা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে লি জ্যাং কিউন বলেন, বাংলাদেশে এক দশমিক তিন বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে কোরিয়া। আমরা এর পরিমাণ দুই বিলিয়নে উন্নীত করতে চাই।

এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিনিয়োগে কোরিয়ার কোম্পানিগুলো বিনিয়োগ ও বাণিজ্যে কাস্টমস ক্লিয়ারেন্স ও ট্যাক্সের সমস্যার মুখোমুখি হচ্ছে। এ দুটি বিষয় আরও সহজ করার তাগিদ দেন তিনি।

অপর এক প্রশ্নের জবাবে কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, ইউক্রেন ইস্যু পর্যবেক্ষণ করছে দক্ষিণ কোরিয়া। ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কোরিয়ার বাণিজ্যে এখনও প্রভাব পড়েনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ফেয়ার ইলেকট্রনিক্সের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) হামিদ আর চৌধুরী, হেড অব মার্কেটিং মোহম্মদ মেসবাহ উদ্দিন, পরিচালক মুতাসিম দালান, ডিকাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন প্রমুখ।