সম্প্রতি ইউনাইটেড হসপিটাল লিমিটেডে ৪২ বছর বয়সী এক নারীর হƒৎপিণ্ডে সফল মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্ট করা হয়। এ বিষয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এ কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। সংবাদ সম্মেলনে রোগী ও তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে অস্ত্রোপচারের বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়। সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য তারা সফল মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্টে নেতৃত্বদানকারী ডা. জাহাঙ্গীর কবির এবং তার দক্ষ দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সঙ্গে তারা ইউনাইটেড হাসপাতালের অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ আইসিইউ থেকে অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বিজ্ঞপ্তি
