জাপানের বহুজাতিক প্রযুক্তি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সনির ইলেকট্রনিক্স পণ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা বাংলাদেশে বিক্রি শুরু করল দেশের আইসিটি খাতের অন্যতম প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। গত মঙ্গলবার রাজধানীর রোকেয়া সরণির জহির স্মার্ট টাওয়ারের নিচ তলায় চালু করা হয় সনি-স্মার্ট ফ্ল্যাগশিপ শোরুম। প্রধান অতিথি হিসেবে শোরুমটির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সনির দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো। বিজ্ঞপ্তি

Print Date & Time : 26 July 2025 Saturday 1:07 pm
বাংলাদেশে সনির পণ্য বিক্রি শুরু করল স্মার্ট টেকনোলজিস
করপোরেট কর্নার ♦ প্রকাশ: