বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি রাজধানীর মুগদায় গ্রিন মডেল টাউনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর।

উদ্বোধন শেষে অতিথিরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার ঘুরে দেখেন। বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত বইয়ে মন্তব্য লিখেন সংস্কৃতি সচিব মো. আবুল মনসুর ও কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জাকির হোসেন।

পরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ‘নজরুল অপরাহœ’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। বিশেষ অতিথি ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জাকীর হোসেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া, ট্রেজারার কাজী আখতার হোসাইন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব শহীদুল বারী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ব্যবসা প্রশাসনের ডিন অধ্যাপক ড. আরশাদ আলী মাতাব্বর, সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক এম আমুরুল হক পারভেজ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি