Print Date & Time : 26 August 2025 Tuesday 11:14 pm

বাংলাদেশ কমার্স ব্যাংকের বেপারী পাড়া উপশাখার উদ্বোধন

চট্টগ্রামে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল)-এর নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে অত্যাধুনিক সকল ব্যাংকিং সুবিধাসহ বেপারী পাড়া উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  ও সিইও মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর জাফরুল হায়দার চৌধুরী সবুজ, চট্টগ্রাম কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন সহ-সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন বাচ্চু প্রমুখ।

অনুষ্ঠানে জুবিলীরোড শাখার ব্যবস্থাপক মোহাম্মদ বেলাল, আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক মোঃ আরিফ উদ্দিন, মুরাদপুর শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, চাকতাই শাখার ব্যবস্থাপক এস এম আমির হোসেন, খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মহিউদ্দিন, দেওয়ানহাট শাখার ব্যবস্থাপক উমা শংকর চৌধুরী, এ কে খান শাখার ব্যবস্থাপক জনাব শামসেদুল আলম সিদ্দিকী এবং বেপারী পাড়া উপশাখার ইনচার্জ জনাব মোঃ রবিউল আলমসহ স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি