সম্প্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন ড. মো. আব্দুল কাদের। এর আগে তিনি ইউনিয়ন ব্যাংকের এসইভিপি পদে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। ড. কাদের লক্ষ্মীপুর জেলার খিলবাইছা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ব্যাংকার্স ফোরাম, বাংলাদেশ জনসংযোগ সমিতিসহ বিভিন্ন পেশাজীবী এবং ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। বিজ্ঞপ্তি

Print Date & Time : 5 September 2025 Friday 4:22 am
বাংলাদেশ কমার্স ব্যাংকের ডিএমডি হলেন আব্দুল কাদের
ব্যাংক-বিমা ♦ প্রকাশ: