শেয়ার বিজ ডেস্ক: বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড-এর মিরপুর শাখা অদ্য ১ ডিসেম্বর ২০২৪ইং নতুন ঠিকানা- মা প্লাজা (দ্বিতীয় তলা), প্লট নং-সি/২, মিরপুর-১, শাহআলী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-এ স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরিত অনুষ্ঠানটি শাখার নতুন ঠিকানায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোঃ মহসিন মিয়া এবং পর্ষদ অডিট কমিটির চেয়ারম্যান জনাব শেখ আশ^াফুজ্জামান, এফসিএ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জিয়াউল করিম এবং মিরপুর শাখার বিভিন্ন গ্রাহকগণ।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান তাঁর বক্তব্যে সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিতকরনের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি ব্যাংকের সকল প্রকার সেবা গ্রহন করার জন্য উপস্থিত গ্রাহকদের আহবান জানান। সম্প্রতি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পাদিত চুক্তির সুবিধাগুলো গ্রহন করার জন্য পরামর্শ প্রদান করেন। পর্ষদ নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব মোঃ মহসিন মিয়া আস্থার সাথে কমার্স ব্যাংকের সাথে লেনদেনের করার উপর সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেন।