Print Date & Time : 8 July 2025 Tuesday 12:45 am

বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল বিভাগের শাখা ব্যবস্থাপক সম্মেলন

 

বাংলাদেশ কৃষি ব্যাংক বরিশাল বিভাগের অঞ্চল প্রধান, বিভাগীয় ও আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা এবং শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০১৬ বরিশালের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল। এ সময় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আউয়াল খান। বরিশাল বিভাগের মহাব্যবস্থাপক রোহিনী কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বরিশাল বিভাগের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, সব মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।