বাংলাদেশ খাদ্য আমদানিকারক থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে: কৃষিমন্ত্রী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খাদ্য আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আজ বুধবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে ‘জলবায়ু অভিযোজন: কৃষিভিত্তিক শিল্পোন্নয়নে বাংলাদেশের সুযোগ’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

যৌথভাবে এ সভার আয়োজন করে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও), ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ (আইসিসিবি) এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘বাংলাদেশ খাদ্য আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান এজেন্ডা কৃষি খাতে উৎপাদন বৃদ্ধি। এশিয়া প্যাসিফিকের ৫২ দেশের মধ্যে বাংলাদেশে কৃষি খাতে উন্নয়নে সামনের সারিতে। আমরা এখন পুষ্টিকর ও নিরাপদ খাবারের প্রতি গুরুত্বারোপ করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের জনসংখ্যা একটি চ্যালেঞ্জ। তার সঙ্গে রয়েছে পানি সরবরাহ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কৃষিতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। বিশেষ করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ১৭ শতাংশ উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের ২৫ শতাংশ এলাকা উপকূলীয়। তার মধ্যে ২ মিলিয়ন হেক্টর জমি লবণাক্ত। এসব জমিতে সাধারণত এক ফসল হয়। আমাদের বিজ্ঞানীরা লবণাক্ত জমিতে উৎপাদন হয়, এমন ফসলের উৎপাদন করা যায় তা নিয়ে গবেষণা করছেন।’