Print Date & Time : 10 September 2025 Wednesday 6:33 am

বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিল মাহিন্দ্রা

নিজস্ব প্রতিবেদক: ভারতের মুম্বাইভিত্তিক প্রতিষ্ঠান মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানি লিমিটেড বাংলাদেশে তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে। মঙ্গলবার শেয়ার হোল্ডারদের সঙ্গে এক বৈঠকে পর সব ধরনের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয় মাহিন্দ্রার বাংলাদেশি ইউনিট।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, ২০২২ সালের ৩১ মে থেকে মাহিন্দ্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের (এমবিপিএল) আয় হয়েছে ৩ দশমিক ১৮ কোটি রুপি, যা মুম্বাইভিত্তিক মূল কোম্পানির আয়ের দশমিক ০.০১ শতাংশ।

এমবিপিএলের শেয়ার হোল্ডাররা বাংলাদেশে কার্যক্রম গুটিয়ে নিতে গত বছরের ১৪ মার্চ একটি রেজুলেশন পাস করে। এরপর থেকে আর কোনো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেনি তারা।

বিভিন্ন রকমের গাড়ি ও কৃষি প্রযুক্তি তৈরির পাশাপাশি গবেষণা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০১৯ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছিল মাহিন্দ্রা।