Print Date & Time : 29 August 2025 Friday 2:22 am

বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে গার্মেন্টসের ওয়েস্ট কটন

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : প্রথমবারের মতো নৌপথে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে গার্মেন্টস পণ্য। এক লাখ মেট্রিক টন গার্মেন্টসের ওয়েস্ট কটন রফতানির মধ্যে প্রথম চালান যাচ্ছে ১১১ মেট্রিক টন।

শনিবার (২৭ আগস্ট) দুপুর ১ টার দিকে মুন্সীগঞ্জের শিল্পাঞ্চল মুক্তারপুর এলাকার সামিট অ্যালায়েন্স পোর্ট থেকে নদী পথে রফতানি পণ্যের যাত্রা শুরু হয়। বিষয়টি নিশ্চত করেছেন, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিনিস্ট্রেশন) মো. রুহুল আমিন।

তিনি আরও জানান, নৌপথে আন্তর্জাতিক বাণিজ্যের পরিধি বাড়ানোর জন্য ১৯৭২ সালে ভারতের সঙ্গে নৌ-ট্রানজিট এবং নৌ-পোর্টেবল চুক্তি সাক্ষর করে বাংলাদেশ। সেই চুক্তি অনুযায়ী এই প্রথম ১১২ টন ওজন ক্ষমতা সম্পন্ন ইয়া-রাজ্জাকু নামের জাহাজের মাধ্যমে আশামের ধুবুরী পৌঁছাবে ১১১ মেট্রিকটন গার্মেন্টস ওয়েস্ট কটন।

৬৫০ কিলোমিটার দূরত্বের ভারতের আসামের ধুবুরী বন্দরের পৌঁছাতে সময় লাগবে ৬ থেকে ৭দিন। পরবর্তীতে তা ভারতের হরিয়ানা, কলকাতাসহ ৩টি রাজ্যে যাবে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের তত্বাবধানে মের্সাস সুমনা কর্পোরেশন এই মালামাল রফতানি করছে বলে জানিয়েছেন সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিনিস্ট্রেশন) মো. রুহুল আমিন।