বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের এজিএম ২৪ জুন

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির এজিএম আগামী ২৪ জুন দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির এজিএম ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএমে কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত হিসাব বছরে ঘোষিত নগদ লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদন করা হবে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।