বাংলাদেশ ফাইন্যান্সের অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকায় উন্নীত

বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেডের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা থেকে ৬০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। গতকাল ঢাকার দিলকুশায় প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে দশম বিশেষ সাধারণ সভায় এ মূলধন অনুমোদিত হয়। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান মো. ইকবাল-ইউ-আহমেদ। সভায় আরও উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মো. রোকনুজ্জামান, পরিচালক- গিয়াস উদ্দিন আহমেদ, মো. আসাদুজ্জামান খান, শাহনাজ রশিদ, ইমতিয়াজ ইউসুফ, ইহতিয়াজ ইউসুফ এবং ব্যবস্থাপনা পরিচালক মো. কায়সার হামিদ। বিজ্ঞপ্তি