Print Date & Time : 10 July 2025 Thursday 10:59 pm

বাংলাদেশ ফাইন্যান্স ও আশ্রয় এনজিওর মধ্যে চুক্তি

ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তিকরণ ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্স ও আশ্রয় নামক এনজিওর মধ্যে সম্প্রতি একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়। রাজধানীর দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. কায়সার হামিদ ও ‘আশ্রয়’ এর নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আহসান আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভুঁইয়া, হেড অব অপারেশন্স মো. রফিকুল আমিন, হেড অব সাসটেইনেবল ফাইন্যান্স মোহাম্মদ কোহিনুর হোসেন, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট সুমন কুমার কুন্ডু প্রমুখ। বিজ্ঞপ্তি